ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়নি

গতকাল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচ তলায় ছয় দফা স্তম্ভের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছবি: স্টার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

তবে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচ তলায় ছয় দফা স্তম্ভের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তারা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, পূর্ব নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে তাদের তিন দফা দাবি না মানলে পুনরায় মহাসড়ক অবরোধ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহামুদুল ইসলাম তমাল বলেছেন, ‘কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন মামলা দায়ের করা হবে। আহত শিক্ষার্থীরা সাক্ষী হিসেবে থাকবে। তবে, এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো মামলা করেনি। আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৩ দফা বাস্তবায়নের দাবি জানাই।’

উপপুলিশ কমিশনার মো. মোকতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মামলা দায়ের করেনি। পুলিশ সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আজ সকালে মানববন্ধন করেছে। এতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো মামলা বা কেউ গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন বাসদ সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী।

উল্লেখ্য, বুধবার রাতে নগরীর রূপাতলী এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের একাংশ পূর্ব সংঘর্ষের জেরে হামলা চালালে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে প্রায় ১২ ঘণ্টা অবরোধ করেন। এ সময় তারা যাত্রীশূন্য বাসে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago