করতোয়া নদীর প্রবাহে বাধা, ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে রাস্তা তৈরি করে নদীর প্রবাহে বাধা সৃষ্টির দায়ে বালুমহালের এক ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটনহাড়ি-টেকরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কাটনহাড়ি-টেকরাপাড়া এলাকায় করতোয়া নদীর বালুমহালের ইজারাদার মো. আব্দুল মজিদ ট্রলিতে করে বালু পরিবহন করছিলেন। এজন্য, তিনি নদীপ্রবাহ বন্ধ করে বালু দিয়ে রাস্তা তৈরি করে মাঝে ছোট একটি কাঠের সাঁকো তৈরি করেন।
এতে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায়, বোদা উপজেলা প্রশাসন ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে নদীতে বাঁধ দিয়ে রাস্তা তৈরির বিষয়টি প্রমাণিত হয় এবং ইজারাদারের কর্মীরা দোষ স্বীকার করে। পরে, বালু মহালের ইজারাদার মো. আব্দুল মজিদের ছেলে মো. সেলিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে নদীর বাঁধের কিছু অংশ অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘নদীর প্রবাহে বাধা সৃষ্টিতে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে নদীতে তৈরি করা বাঁধ পুরোপুরি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।’
নদীর প্রবাহ ও গতিপথ ঠিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Comments