৬ মামলায় বিএনপির ১৪৪ নেতাকর্মীর আগাম জামিন

পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ঢাকা ও রাজশাহীতে দায়ের করা ছয়টি পৃথক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ দলটির ১৪৪ নেতাকর্মীকে আগাম দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে, বিএনপি নেতাকর্মীরা ছয় মামলায় পৃথক ২৩টি জামিন আবেদন করেন।
অভিযুক্তদের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, ঢাকার শাহবাগ ও রমনা থানায় দায়ের করা তিনটি মামলার ৭৪ জন অভিযুক্তকে মামলার বিষয়ে ২১ মার্চের মধ্যে ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করতে বলেছিলেন হাইকোর্ট।
রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া থানায় করা অপর তিনটি মামলার অভিযুক্ত বিএনপির আরও ৭০ জন নেতাকর্মীকে একই সময়ের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
গাজী কামরুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ ও রমনা থানায় ১৩ ফেব্রুয়ারি তিনটি এবং একই অভিযোগে রাজশাহীর তিন থানায় আরও তিনটি মামলা করা হয়েছে। অভিযুক্তরা জামিনের জন্য তাদের আবেদনসহ আজ হাইকোর্টে হাজির হন।’
Comments