কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ম্যানিটোবার আরবর্গের দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ।
নিহত তিন শিক্ষার্থী হলেন— আল নোমান আদিত্য, আরানুর আজাদ চৌধুরী ও রাইসুল বাধন। তারা তিন জনই ইউনিভার্সিটি অব ম্যানিটোবার শিক্ষার্থী ছিলেন।
কানাডা পুলিশের বরাত দিয়ে সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিন জন শিক্ষার্থী গাড়িতে করে ট্রিপ থেকে ফিরছিলেন। উইনিপেগ থেকে ১১৫ কিলোমিটার উত্তরের শহর আরবর্গ থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে হাইওয়ে ৭ সড়কে গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার কিছু আগে তাদের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই তিন শিক্ষার্থী।
নিহত তিন জনের মধ্যে দুই জনের বয়স ২৩ বছর বলে জানালেও অপরজনের বয়স জানাতে পারেনি কানাডা পুলিশ।
ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশনের ভাইস-চেয়ার তাসনিম ভালি বলেন, ‘দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হওয়া এই কমিউনিটির জন্য খুবই মর্মান্তিক ঘটনা।’
দুর্ঘটনাকবলিত অপর গাড়িটি চালাচ্ছিলেন ৫৩ বছর বয়সী এক নারী। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উইনিপেগ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments