নোয়াখালীতে ‘সবুজ বাহিনী’ প্রধান গ্রেপ্তার
নোয়াখালীতে ‘সবুজ বাহিনী’র প্রধান মো. সবুজকে (৩২) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ পুলিশ। আজ শুক্রবার ভোরে চন্দ্রগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় থানায় সাতটি মামলা আছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে বেগমগঞ্জের সন্ত্রাসী সবুজ বাহিনীর প্রধান।
বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার ভোরে পুলিশের অভিযানে চন্দ্রগঞ্জ এলাকা থেকে সবুজ বাহিনীর প্রধান সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যেরভিত্তিতে আমানউল্যাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি কলাবাগান থেকে একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
Comments