পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় ৩ দিনে মারা গেছে দুই শতাধিক কুকুর

প্রতীকী ছবি। রয়টার্স ফাইল ফটো

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে গত তিন দিনে দুই শতাধিক বেওয়ারিশ কুকুরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক এ খবর জানিয়েছে।

আউটলুক জানায়, মঙ্গলবার ৬০টি, বুধবার ৯৭টি ও বৃহস্পতিবার ৪৫টি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

বিষ্ণুপুরের নাগরিক সংস্থার প্রধান দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি জেলা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মৃত কুকুরগুলোর নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিষয়ে প্রাণীচিকিত্সকরা বলেন, কোনো ভাইরাসের সংক্রমণে কুকুরগুলো মারা গেছে বলে সন্দেহ করা হচ্ছে। বছরের এ সময়ে এটা সাধারণভাবে হতে পারে।

তবে, এতে মানুষের সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে তারা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

বিষ্ণুপুর পৌরসভা কুকুরগুলোর মরদেহ ডাম্পিং গ্রাউন্ডে সমাহিত করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago