যা ঘটেছিল লাদাখ সীমান্তে
গত বছর ১৫ জুন লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
এই সংঘর্ষের ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার খবর জানিয়েছিল ভারত। তবে, দীর্ঘদিন নীরব থাকার পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো সেদিনের সংঘর্ষে চার সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে চীন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিশ্বাস সেদিনের সংঘর্ষে ৩০ জন চীনা সেনা নিহত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওটি বিশ্লেষক শেন শিয়েইয়ের টুইটারেও পোস্ট করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, ‘ভারতীয় সেনারা চীন সীমান্তে অনুপ্রবেশ করেছিল।’
ভিডিওতে উভয় পক্ষের সেনাদেরই তীব্র ঠাণ্ডার মধ্যে নদী পার হতে দেখা গেছে। উভয় পক্ষের সেনাদের হাতেই লাঠি এবং মুখে ফেসশিল্ড ছিল। রাতের অন্ধকারেও অনেককে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ব্যাটন ও শিল্ডসহ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্ধকারে অনেককে চিৎকার করতেও শোনা গেছে।
ভিডিওটিতে চীনা ভাষায় ধারাভাষ্য যোগ করা হয়েছে। এছাড়াও ভিডিওটি সম্পাদনা করে নাটকীয় ব্যাকগ্রাউন্ড মিউজিকও যোগ করা হয়েছে।
Comments