২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৩৩, মৃত্যু ৭
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৩৪৯ জন।
একই সময়ে অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৪ হাজার ৩৬টি নমুনা পরীক্ষা করে আরও ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৩৩ শতাংশ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ৪৩ হাজার ৩৫১ জনে।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে সাত জনই পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের ২১-৩০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব আছেন ছয় জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৯১ হাজার ৩৬৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৪৩ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Comments