সুপ্রিম কোর্টের রায় সফটওয়্যারের মাধ্যমে বাংলায় অনুবাদ করা হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ রোববার বলেছেন, ইংরেজিতে দেওয়া সুপ্রিম কোর্টের রায় ও আদেশ প্রয়োজনে সফটওয়্যারের মাধ্যমে বাংলায় অনুবাদ করা হবে।
রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ রোববার বলেছেন, ইংরেজিতে দেওয়া সুপ্রিম কোর্টের রায় ও আদেশ প্রয়োজনে সফটওয়্যারের মাধ্যমে বাংলায় অনুবাদ করা হবে।

তিনি জানান, এসব রায় ও আদেশ যাতে বেশিরভাগ মানুষ সহজেই বুঝতে পারে সেজন্য বাংলায় অনুবাদ করা হবে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান ডেইলি স্টারকে জানান, রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

তিনি জানান, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের প্রায় ৫০ বিচারক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ‘আমার ভাষা’ সফটওয়্যার উন্মোচন করেন। যা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে শীর্ষ আদালতের আদেশ ও রায় ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করবে।

বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, একইভাবে ভারতে ব্যবহৃত ‘অনুবাদ’ সফটওয়ারের ওপর ভিত্তি করে এই সফটওয়ারটি ‘একস্টেপ’ ফাউন্ডেশন অব ইন্ডিয়া তৈরি করেছে।

Comments