কোম্পানীগঞ্জে নিহত সাংবাদিক মুজাক্কিরের দাফন সম্পন্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের গুলিবিদ্ধ নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের দাফন সম্পন্ন হয়েছে।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে চর ফকিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে রাত ৮টার দিকে ঢাকা থেকে একটি এ্যাম্বুলেন্সযোগে নিহতের মরদেহ ঢাকা থেকে তার বাড়ীতে এসে পৌঁছে। এসময় তার বাবা-মা, ভাই-বোন ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
রোববার রাতে চরফকিরা সৈয়দিয়া হাফেজ আজগর আলী দাখিল মাদ্রাসা মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মুজাক্কিরকে দাফন করা হয়।
নিহত বুরহান উদ্দিন মুজাক্কির চরফকিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নোয়াব আলী মাস্টারের ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন মুজাক্কির। পরে স্থানীয়রা প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যানা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার রাত ১০টা ৪৫মিনিটে তিনি মারা যান। মুজাক্কির অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী জেলা প্রতিনিধি ছিলেন।
Comments