আইএইএ’র সঙ্গে ইরানের সাময়িক চুক্তি
পরমাণু কেন্দ্রগুলো ‘সীমিত আকারে’ পরিদর্শনের জন্যে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সাময়িক চুক্তি করেছে ইরান।
চুক্তি অনুযায়ী সংস্থাটি আগামী তিন মাস উপসাগরীয় দেশটির পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে।
গতকাল রোববার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরান ও আইএইএ একটি চুক্তিতে পৌঁছেছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী তিন মাস ইরানে তাদের ‘প্রয়োজনীয়’ পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তবে পরমাণুকেন্দ্রগুলোতে তাদের প্রবেশ সীমিত থাকবে এবং আগামীকাল মঙ্গলবার থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কেন্দ্রগুলোতে আকস্মিক পরিদর্শন করতে পারবে না।
আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা একটি দ্বিপাক্ষিক সাময়িক চুক্তিতে পৌঁছেছি। ছুক্তি মোতাবেক আগামী তিন মাস সংস্থাটি প্রয়োজনীয় পর্যবেক্ষণ চালিয়ে যাবে।’
ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর উদ্ভুত পরিস্থিতি কয়েক মাসের জন্যে সামাল দেওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এরপর দেখা যাবে চুক্তিটি বাতিল হবে নাকি এর মেয়াদ বাড়ানো যাবে, যোগ করেন তিনি।
আগামীকাল ২৩ ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে না নিলে ইরান আইএইএ’র পরিদর্শন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল।
আরও পড়ুন:
পরমাণু চুক্তি থেকে আরও এক ধাপ সরে আসার ঘোষণা ইরানের
ইরান পরমাণু বোমা বানানোর কত কাছে?
ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চুক্তি ভেঙে অত্যাধুনিক মেশিন বসানোর পরিকল্পনা ইরানের
ইরান ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ করছে
ইরান ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রতি মাসে ৯ কেজি উৎপাদনে সক্ষম
মাটির নিচে নিউক্লিয়ার প্লান্ট গড়ে তুলছে ইরান: আইএইএ
‘পরমাণু চুক্তি’ থেকে আনুষ্ঠানিকভাবে ‘আংশিক’ সরে দাঁড়াচ্ছে ইরান
Comments