‘সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে’

তালা ভেঙে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
JU-2.jpg
হল ছাড়ার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক সোহেল আহমেদ। ছবি: স্টার

তালা ভেঙে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

এর আগে, শিক্ষার্থীদের হল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার সকালে উপাচার্যের উপস্থিতিতে জরুরি বৈঠক করেন শিক্ষকরা।

বৈঠক শেষে শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক সোহেল আহমেদকে হলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

সেসময় তিনি বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। তাদের স্মরণ করিয়ে দিতে এসেছি যে, কোভিড-১৯ মহামারির ঝুঁকি এখনো চলে যায়নি।’

‘শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা তাদের ভালোর কথাই ভাবছি। তাদের কোনো হয়রানি হোক আমরা সেটা চাই না। আমরা বলছি তাদেরকে হল ছেড়ে দিতে। এই পরিস্থিতিতে এটাই মঙ্গলজনক হবে’, যোগ করেন তিনি।

অধ্যাপক সোহেল আহমেদ আরও বলেন, ‘ইউজিসি থেকে ইতোমধ্যে একটি বার্তা প্রকাশিত হয়েছে, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পর হল খুলে দেওয়া হবে।’

এদিকে, আজ আবার তালা ভেঙে হলে প্রবেশ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

হল ছাড়তে জাবি প্রশাসনের আল্টিমেটাম প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে জাবি কর্তৃপক্ষের মামলা

তালা ভেঙে হলে ঢুকেছেন জাবি শিক্ষার্থীরা

হল খোলার দাবিতে জাবি উপচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

জাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত, হল খোলা রাষ্ট্রীয় সিদ্ধান্ত: জাবি প্রক্টর

জাবি শিক্ষার্থীদের ৬ দফা দাবি

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

12h ago