জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগ
মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিল চেয়ে সাবেক গৃহায়নমন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মির্জা আব্বাস। ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিল চেয়ে সাবেক গৃহায়নমন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ভার্চুয়াল আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম। মির্জা আব্বাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ১৫ জুলাই শাহবাগ থানায় মির্জা আব্বাসসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকি দুজন হলেন— বিএনপি’র সাবেক সংসদ সদস্য আলী আজগর এবং সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম।
মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০০৬ সালে এজাহারভুক্ত তিন জন বেআইনিভাবে আলী আজগরের মালিকানাধীন প্যাসিফিক কেমিক্যালস-এর নামে ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন। বিনিয়োগ বোর্ড এবং পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি সনদ ছাড়াই এই বাণিজ্যিক জমি বরাদ্দ দেওয়া হয়।
মির্জা আব্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে হাইকোর্ট বিভাগ বিচার কাজ স্থগিত করেন। সেই সঙ্গে রুল দেন— কেন মামলা বাতিল ঘোষণা করা হবে না। রাষ্ট্রপক্ষ এবং দুদককে রুলের জবাব দিতে বলা হয়। রুলের শুনানি শেষে ২০১৬ সালের ৩০ মার্চ আদালত মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দেন।
Comments