খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ
ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুতের ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ আছে।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে প্রবেশের মুহূর্তে ট্রেনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
কোটচাঁদপুর রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল পৌনে ৯টায় ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনটি ছেড়ে আসে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে প্রবেশের সময় বগি লাইনচ্যুত হয়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যা সাতটার দিকে ওই দুটি বগি রেখে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে গেছে।
যশোর থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে বলে জানান স্টেশন মাস্টার গোলাম মোস্তফা।
Comments