ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল খোলার দাবিত ঢাবি প্রশাসনকে দেওয়া আল্টিমেটাম প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রাজু ভাস্কর্যের পাদদেশে হল খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল খোলার দাবিতে ঢাবি প্রশাসনকে দেওয়া আল্টিমেটাম প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ সোমবার সন্ধ্যায় ঢাবি উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হবে৷ সভার সিদ্ধান্ত পর্যন্ত তারা অপেক্ষা করবেন৷

এর আগে, বিকেল সাড়ে তিনটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে ফেব্রুয়ারি মাসের মধ্যেই হল খুলতে  প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা৷ সমাবেশ শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান৷

এসময় উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর আলম চৌধুরী বলেন, ‘উপাচার্যকে আমাদের দাবি জানিয়েছি এবং তিনি তা শুনেছেন৷ আগামীকাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আছে৷ সেখানে হল খোলার দাবির বিষয়ে আলোচনা হবে৷ সভা পর্যন্ত আমরা অপেক্ষা করব৷ বিকেলে দেওয়া আল্টিমেটাম প্রত্যাহার করছি৷’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই শিক্ষার্থী বলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় যদি হল খোলার দাবির বাস্তবায়ন না হয়, তাহলে আমরা পরবর্তীতে নিজেদের মধ্যে আলোচনা করে নতুন করে কর্মসূচী ঘোষণা করব।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর ঢাবি উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান বলেন, ‘আগামীকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আছে। সেখানে আমরা সরকারের জাতীয় সিদ্ধান্তগুলোর সঙ্গে সমন্বিত করে একটি সিদ্ধান্ত নেব।’

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীদের তালা ভেঙে হলে উঠার প্রবণতা আছে কিনা জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা দায়িত্বশীল। তারা এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস৷ মহামারির সময়ে কোনো বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বরং সমন্বিত সিদ্ধান্তের দিকে আমাদের এগোতে হবে।’

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago