২ কোটিতে বাংলাদেশ দলের সঙ্গী ‘ইভ্যালি’

বাংলাদেশ দলের জার্সিতে থাকছে দুটি নামই। সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এই চুক্তির বিস্তারিত তুলে ধরেন।

২ কোটি টাকায় নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সত্ত্ব পেয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি।’ দলের কিট স্পন্সর হিসেবে থাকছে তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘ই ফুড’।

বাংলাদেশ দলের জার্সিতে থাকছে দুটি নামই। সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এই চুক্তির বিস্তারিত তুলে ধরেন।

বেশ অনেকদিন ধরেই বাংলাদেশ দলের স্থায়ী কোন স্পন্সর নেই। প্রতি সিরিজে তাই দেখা যায় আলাদা স্পন্সরে নাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সফরে স্পন্সর হিসেবে ছিল বেক্সিমকো।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে নিজামউদ্দিন চৌধুরী জানায়, কোভিডের কারণে স্বাভাবিক পরিস্থিতি না থাকায় বেশ কম মূল্যেই দলের স্পন্সর বিক্রি করেছেন তারা, ‘আসলে সব কিছুতেই করোনার প্রভাব পড়েছে। এসব কারণ হয়ত স্বাভাবিক সময়ের মতন হয়নি সব কিছু। আশা করছি আমরা খুব দ্রুত দীর্ঘমেয়াদী স্পন্সর খুঁজব।’

তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে মঙ্গলবার নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে টানা ১৪ দিন কোয়ারেন্টিন করতে হবে ক্রিকেটারদের। প্রথম ৭ দিন একদম নিজ কক্ষ থেকে বের হওয়ার সুযোগ নেই। পরের ৭ দিন কোয়ারেন্টিনে থেকে অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

1h ago