নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যায় বাবার মামলা
নোয়াখালীতে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির (২৫) নিহতের ঘটনায় তার বাবা নূরুল হুদা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এই মামলা করা হয় বলে জানান মুজাক্কিরের বড় ভাই নূর উদ্দিন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা নথিভুক্ত করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি আরও জানান, চাপরাশিরহাট বাজার পরিচালনা পর্ষদের কাছ থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সেখান থেকে পুলিশ হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।
মুজাক্কিরের বড় ভাই নূর উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যেহেতু চাপরাশিরহাট পুরো বাজারটি সিসিটিভির আওতায় আছে এবং ঘটনা দিনের আলোতে ঘটেছে। সেহেতু সিসিটিভি ফুটেজ ভালো করে পর্যবেক্ষণ করলে, কারা আমার ভাইয়ের মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে এবং তাকে গুলি করেছে, তা ধরা পড়বে।’
তিনি ভাইয়ের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
গত শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান সাংবাদিক মুজাক্কির।
আরও পড়ুন:
কার গুলিতে মারা গেলেন সাংবাদিক মুজাক্কির?
কোম্পানীগঞ্জে নিহত সাংবাদিক মুজাক্কিরের দাফন সম্পন্ন
সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কির মারা গেছেন
কোম্পানীগঞ্জে কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ, আহত অর্ধশত
Comments