নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদ অব্যাহত

Noakhali Humanchain.jpg
জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে যৌথভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নোয়াখালী জেলা শাখা। ছবি: স্টার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ অব্যাহত আছে।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে যৌথভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নোয়াখালী জেলা শাখা।

এসময় সাংবাদিক নেতা বখতিয়ার শিকদার, মনিরুজ্জামান চৌধুরী, জামাল হোসেন বিষাদ, আবু নাসের মঞ্জু, মাহবুবুর রহমান ও মো. জসীম বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কারও অনুসারী হতে পারেন না। মৃত্যু নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে সেদিকে সজাগ রাখতে হবে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরণের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

সমাবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মুজাক্কিরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

একই দাবিতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে নিরাপদ নোয়াখালী চাই নামের একটি সংগঠন।

এ ছাড়াও, বেগমগঞ্জ, হাতিয়া, চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ উপজেলায় মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন:

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যায় বাবার মামলা

কার গুলিতে মারা গেলেন সাংবাদিক মুজাক্কির?

কোম্পানীগঞ্জে নিহত সাংবাদিক মুজাক্কিরের দাফন সম্পন্ন

সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কির মারা গেছেন

কোম্পানীগঞ্জে কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ, আহত অর্ধশত

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

6h ago