চোটে নেই সেরা তারকাদের অনেকেই, তারপরও সন্তুষ্ট জিদান
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের খেলা। অথচ এর আগে মূল একাদশের এক ঝাঁক তারকা খেলোয়াড়কে পাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অবস্থা এমন যে মূল একাদশ ঠিকঠাকভাবে সাজানোই কষ্টকর। কিন্তু তারপরও নিজের দল নিয়ে সন্তুষ্ট দলের প্রধান কোচ জিনেদিন জিদান। দ্বিতীয় সারির দল নিয়ে আতালান্তার মতো দলের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস ঝরে তার কণ্ঠে।
রাতেই শেষ আটে ওঠার লক্ষ্যে প্রথম লেগের ম্যাচে আতালান্তার মাঠে নামবে জিদানের দল। এমন ম্যাচে দ্যানি কার্বাহাল, এদিন হ্যাজার্ড, এদের মিলিতাও, ফেদ ভালভার্দে, আলভারো ওদ্রিওজোলা, করিম বেনজেমা, মার্সেলো, রদ্রিগো ও সের্জিও রামোসের মতো খেলোয়াড়দের পাচ্ছে না দলটি। আর তাদের ছাড়া ইতালিয়ান দলটির বিপক্ষে কেমন করবে রিয়াল, এ নিয়ে আলোচনার শেষ নেই। তবে জিদান এসব নিয়ে ভাবছেন না।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী দেখা গেল কোচ জিদানকে, 'আপনারা ইনজুরি নিয়ে আলোচনা করছেন কিন্তু আমার কাছে যে সকল খেলোয়াড় রয়েছে তাদের নিয়ে আমি সন্তুষ্ট। এবং আমরা সবসময়ই জয়ের জন্য মাঠে নামি। জয় ছাড়া অন্য কিছুতে আমরা খুশি হই না।'
রিয়ালের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা অধিনায়ক রামোসকে না পাওয়া। এ ডিফেন্ডারকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে তারা। তাই এদিন নিঃসন্দেহে তার অভাবটা ভালো ভাবেই টের পাবে দলটি। এছাড়া আক্রমণভাগের মূল সৈনিক বেনজেমাও নেই।
তবে দ্বিতীয় সারির এ রিয়ালকেই সমীহ করছেন আতালান্তা কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি। আর দলের এতো খেলোয়াড়ের ইনজুরির কারণে জিদান যে খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন না, এটা তার সৌভাগ্য জানিয়ে মজাও করেছেন তিনি।
আর তার মজার উত্তরটা বেশ দারুণভাবেই দিয়েছেন জিদান, 'সৌভাগ্যবশত আমি কাল (আজ) খেলছি না। আমি আর পারবো না। আমি শেষ। যখন আমি জুভেন্টাসের হয়ে খেলছিলাম সে তখন যুব দলের কোচ ছিল। সে আতালান্তার হয়ে দারুণ করেছে। আমি তাকে খুবই পছন্দ করি।'
মাঝে কিছু সময় খারাপ গেলেও সাম্প্রতিক সময়ে ফের ছন্দ ফিরে পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে গত আসরে চমক দেখানো দল আতালান্তা। তাই তাদের বিপক্ষে লড়াইটা জমজমাট হবে বলেই মনে করেন রিয়াল কোচ, 'অবশ্যই তারা খুব ভালো দল, তাদের আক্রমণভাগ দুর্দান্ত এবং শারীরিকভাবে তারাও খুব ভালো। আমি দলের মধ্যে তুলনা করা পছন্দ করি না, তবে কাল এটি একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে।'
Comments