পারস্পরিক সহযোগিতার আহ্বান ভারতের বিমান বাহিনী প্রধানের
ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া আজ বুধবার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে পারস্পরিক সহযোগিতার আহবান জানিয়েছেন।
দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে তিনি তিন দিনের সফরে ২২ ফেব্রুয়ারি ঢাকায় আসেন।
গতকাল ভারতের বিমান বাহিনী প্রধান ও প্রতিনিধি দল চট্টগ্রামে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি ও সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শনে যান।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশন টুইট করে জানায়, রাকেশ কুমার সিং ভাদৌরিয়া বিএএফ ঘাঁটি জহুরুল হকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা যারা একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।
Comments