বরিশালে ভুয়া ইঞ্জিনিয়ার আটক
বরিশাল সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে জমির প্লান দেখার সময় একজনকে আটক করেছে সিটি করপোরেশন কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার বিকেলে এই ভুয়া ইঞ্জিনিয়ারকে আটক করা হয়।
সিটি মেয়রের একান্ত সচিব মোস্তফা জামান বলেন, ‘আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে প্লান পাস করিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে আসছেন। আজ তাকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড থেকে হাতেনাতে ধরা হয়েছে।’
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির নাম আব্দুস সবুজ খান। তার পিতা মৃত আব্দুস সোবহান খান এবং বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আনুল বুনিয়া গ্রামে।
আটক আব্দুস সবুজ খান ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্মকর্তারা।
সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Comments