চাঁদপুরে যাত্রীবাহী ২ লঞ্চ থেকে ১০০ মণ জাটকা জব্দ

আটককৃত জাটকা। ছবি: স্টার

চাঁদপুরে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১০০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

আজ বৃহস্পতিবার ভোরে চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় বরিশাল থেকে ঢাকাগামী ফারহান ৪ ও ফারহান ৬ লঞ্চে এই অভিযান চালানো হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামানের নেতৃত্বে ফারহান ৪ ও ৬ লঞ্চ দুটিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে মালিকবিহীন ১০০ মণ জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা।’

জব্দকৃত জাটকাগুলো দুপুরে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও গরীব পরিবারের মাঝে বিতরণ করা হয় বলেও উল্লেখ্য করেন তিনি।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সামিউল ইসলাম এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago