শিগগির শুটিং সেটে একসঙ্গে দেখা যাবে শাহরুখ-সালমানকে
অবশেষে সালমান খান এবং শাহরুখ খানের ভক্তদের অপেক্ষা শেষ হচ্ছে। খুব শিগগির এই দুই তারকাকে পাঠান সিনেমার সেটে একসঙ্গে শুটিং করতে দেখা যাবে।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানিয়েছে।
যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) প্রযোজিত পাঠান সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।
একটি বাণিজ্যিক সূত্র সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেছে, পাঠানের শুটিংয়ের জন্য ভারতখ্যাত তারকা মুম্বাইয়ের যশ রাজ স্টুডিওতে শাহরুখ খানের সঙ্গে যোগ দেবেন।
এর আগে, সালমান খান বিগ বস ১৪-তে বলেছিলেন, তিনি শিগগির পাঠানের শুটিং শুরু করবেন।
পাঠান নিয়ে যা বলেছেন সালমান
বিগ বস ১৪-তে সালমান খান তার আগামী সিনেমাগুলোর লাইনআপ ঘোষণা করেছিলেন। তিনি দর্শকদের জানিয়েছিলেন, আগামী আট মাসে তিনটি চলচ্চিত্রের শুটিং করবেন তিনি। এই অভিনেতা বলেছিলেন, বিগ বস-১৪-এর পর তিনি পাঠানের শুটিং শুরু করবেন।
তিনি বলেছিলেন, ‘এই শো শেষ হলে প্রথমে পাঠান, তারপর টাইগার (৩) এবং পরে কাভি ঈদ কাভি দিওয়ালির শুটিং শুরু করব। এরমধ্যে আট মাস পার হয়ে যাবে। তারপর বিগ বস সিজন-১৫ নিয়ে ফিরব।’
Comments