চীনে আরও দুটি ভ্যাকসিনের অনুমোদন

চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বলেছে, তারা জনসাধারণের ব্যবহারের জন্য আরও দুটি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ফলে, চীনে অনুমোদিত অভ্যন্তরীণ ভ্যাকসিনের সংখ্যা দাঁড়াল চারটিতে।
চীনের ভ্যাসকিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিক্যালস ইনকরপোরেটেডের লোগো। ছবি: রয়টার্স

চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বলেছে, তারা জনসাধারণের ব্যবহারের জন্য আরও দুটি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ফলে, চীনে অনুমোদিত অভ্যন্তরীণ ভ্যাকসিনের সংখ্যা দাঁড়াল চারটিতে।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, নতুন অনুমোদিত দুটি ভ্যাকসিন উৎপাদন করেছে- ক্যানসিনো বায়োলজিক্যালস ইনকরপোরেটেড এবং চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের (সিনোফার্ম) সহযোগী প্রতিষ্ঠান উহান ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস।

চীনে চলতি মাসের শুরুতে সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল এবং গতবছর সিনোফার্মের বেইজিং ইউনিটের আরেকটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছিল।

চীন এখন পর্যন্ত পশ্চিমা ওষুধ প্রস্তুতকারীদের দ্বারা উৎপাদিত করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয়নি।

বুধবার সিনোফার্মের উহান ইউনিট বলেছে, করোনার কারণে সৃষ্ট কোভিড-১৯-এর বিরুদ্ধে তাদের ভ্যাকসিনের কার্যকারিতার হার ৭২.৫১ শতাংশ। তবে, এর বেশি বিস্তারিত তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

এটি সিনোফর্মের দুটি ভ্যাকসিনের একটি। যা বিদেশে তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে প্রবেশ করেছে এবং এর আগে সংক্রমণের ঝুঁকিতে থাকা সীমিত সংখ্যক মানুষকে দেওয়া হয়েছিল।

Comments