রোববার পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী স্থগিত
অনার্স শেষ বর্ষের পরীক্ষা শুরু করার দাবিতে আন্দোলনরত গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা রোববার পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচী স্থগিত করেছেন৷
আজ বৃহস্পতিবার রাত ৮টায় তারা কর্মসূচী স্থগিত রাখার কথা জানান।
তারা বলেন, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ইসমাত রুমিনা শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে জানাতে বলেছেন। সন্ধ্যায় অধ্যক্ষের কাছে দাবিগুলো লিখিত আকারে দেওয়ার পর তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন। এরপরই রোববার পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়৷
শিক্ষার্থীদের দাবিগুলো আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে জানিয়ে অধ্যাপক ইসমাত রুমিনা বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবিগুলো লিখিতভাবে আমাকে দিয়েছে৷’
অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ আয়েশা সিদ্দিকা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কলেজ অধ্যক্ষ আমাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেছেন৷ তাই আজকের মতো আমাদের অবস্থান কর্মসূচী স্থগিত করেছি৷ আগামী রোববার আমাদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া না পেলে আবার আন্দোলন শুরু হবে।’
আজ সকাল থেকে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। কলেজের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করলে এক পর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দেয়৷ শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে।
পুলিশ সরিয়ে দেওয়ার পরও কলেজ গেটে কিছু সময় অবস্থানের পর তারা অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে আবার অবস্থান নেন।
আরও পড়ুন: পরীক্ষার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অবস্থান
Comments