আজ সন্ধ্যায় ঢাবিতে মশাল মিছিল, ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও
কাশিমপুর কারাগারে গতকাল লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল ও আগামী ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন বামপন্থি ছাত্র সংগঠনের নেতারা।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষে এর সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) সভাপতি আল কাদেরী জয় এ ঘোষণা দেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লেখক মুশতাক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল কয়েকটি বামপন্থি ছাত্র সংগঠন। সেসময় তারা সেখানে রাস্তা অবরোধ করে সমাবেশ করেন।
এর আগে, সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শাহবাগ অতিক্রম করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড় ঘুরে আবার শাহবাগে এসে বিরতি নেয়। তখন সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ শুরু করলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘লেখক মুশতাক আহমেদ করোনার সময় ত্রাণ নিয়ে দুর্নীতি-লুটপাটের প্রতিবাদ করেছিলেন। তিনি প্রতিবাদ করেছিলেন করোনার সময় মন্ত্রীদের দেওয়া বক্তব্যের। তাকে কারাগারে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার করতেই হবে।’
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ‘লেখক মুশতাকের শারীরিক অবস্থা খারাপ হলে তার আইনজীবী জামিন চেয়েছিলেন। কিন্তু, রাষ্ট্র তাকে জামিন দেয়নি। অবশেষে মুশতাক মৃ্ত্যুবরণ করেছেন।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক রজেন্তু চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দীন, ছাত্র ইউনিয়নের নেতা রাগীব নাঈম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা প্রমুখ।
Comments