পশ্চিমবঙ্গে ৮ দফায় নির্বাচন, ভোট গ্রহণ শুরু ২৭ মার্চ

ভারতের নির্বাচন কমিশন আজ শুক্রবার চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আসন্ন বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে আট দফায় এবং আসামে তিন দফায় ভোট গ্রহণ শুরু হবে। তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল।
চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২ মে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসন, তামিলনাড়ুর ২৩৪টি আসন, কেরালার ১৪০টি আসন, আসামে ১২৬টি আসন এবং পুদুচেরির ৩০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, করোনা মহামারির মধ্যে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন কমিশন ভোটের জন্য এসব রাজ্যেও একই ধরনের প্রোটোকল প্রয়োগ করবে বলে আশা করা হচ্ছে।
JUST IN: West Bengal elections to be held in 8 phases (as opposed to 7 last time)
1st phase: March 27
2nd phase: April 1
3rd phase: April 6
4th phase: April 10
5th phase: April 17
6th phase: April 22
7th phase: April 26
8th phase: April 29
Results on May 2@IndianExpress— Ritika Chopra (@KhurafatiChopra) February 26, 2021
ইতোমধ্যে এসব রাজ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রচারণায় অংশ নিয়েছেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জে পি নদ্দা, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
Comments