ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে নেই বুমরাহ

jasprit bumrah
জাসপ্রিত বুমরাহ। ছবি: এএফপি

গোলাপি বলের টেস্টে দুই দিনে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়া ভারত শেষ টেস্টে পাচ্ছে না জাসপ্রিট বুমরাহকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা নিশ্চিত করতে ভীষণ গুরুত্বপূর্ণ টেস্টে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন বুমরাহ।

ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ডানহাতি এই পেসারের ব্যক্তিগত কারণে আমলে নিয়ে তাকে ছুটিয়ে দিয়েছেন তারা। বুমরাহ ছুটি পেলেও তার বদলি নেওয়া হয়নি। অবশ্য তার প্রয়োজনও বোধ করছে না ভারত।

স্কোয়াডে ইশান্ত শর্মা ছাড়াও আছেন মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

৪ মার্চ আহমেদাবাদে শুরু হবে ভারত-ইংল্যান্ডের চতুর্থ ও শেষ টেস্ট। সিরিজ এরমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলির দল।

টেস্ট সিরিজ শেষে ১২ মার্চ থেকে আহমেদাবাদেই শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৩ মার্চ থেকে পুনেতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ টেস্ট না থাকলে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে ফেরার কথা বুমরাহর।

ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিশভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

Comments

The Daily Star  | English

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

27m ago