তাহলে শাস্তি দেওয়া হয়নি গ্রিজমানকে?
এমন নয় যে প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড় তিনি। অনেক ম্যাচেই রিজার্ভ বেঞ্চে থেকে বদলী হিসেবে শুরু করেছেন। কিন্তু আগের দিন সেভিয়ার বিপক্ষে মাঠে নামার সুযোগই পেলেন না আতোঁয়ান গ্রিজমান। যেখানে মার্টিন ব্র্যাথওয়েটের মতো খেলোয়াড়রাও খেলেছেন। তাতে গুঞ্জন ছিল হয়তো কোচ রোনাল্ড কোমান তাকে শাস্তিই দিয়েছেন। কিন্তু সংবাদ সম্মেলনে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সা কোচ।
এর আগে বার্সার হয়ে খেলতে নেমে টানা ছয়টি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন গ্রিজমান। আর সেসব ম্যাচে বলতে গেলে অবিশ্বাস্যভাবে সহজ সুযোগ মিস করেছেন। বার্সার একাদশে আগের দিন না থাকায় তাকে শাস্তি দেওয়ার ভাবনাটা অবান্তর ছিল না কারো জন্য। গ্রিজমানকে কোনো বার্তা দিতেই এমনটা করা হতে পারে বলেই ভেবেছেন সবাই। কিন্তু কৌশলগত কারণেই গ্রিজমানকে নামানো হয়নি বলে জানালেন বার্সা কোচ কোমান।
সংবাদ সম্মেলনে গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়েছে কি-না জানতে চাইলে বার্সা কোচ বলেন, 'না, এটা কোনো বার্তা নয়। আমরা কৌশলে বদল আনার সিদ্ধান্ত নিয়েছিলাম…দেম্বেলেকে সামনে রেখেছিলাম। প্রথম গোলে যেটা দেখা গেছে। লিওনেল মেসির পাশে আমরা গ্রিজমানের চেয়ে দ্রুত গতির কাউকে রাখতে চেয়েছিলাম। এটা কোনো শাস্তি নয়।'
আগের দিন সেভিয়ার বিপক্ষে তাদের মাঠে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। ২-০ গোলের জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। উসমান দেম্বেলের গোল এগিয়ে যাওয়ার পর শেষ দিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। অথচ কদিন আগেও এ দলটির কাছে উল্টো ০-২ গোলে হেরেছিল তারা। মূলত কৌশল বদলেই কাজ হয় কাতালানদের।
এদিন বার্সেলোনা নিয়মিত ৪-৩-৩ ফর্মেশন ছেড়ে ৩-৫-২ ফর্মেশনে খেলে। মূলত তিন সেন্টার ব্যাকের সঙ্গে দুই ফুল ব্যাককে খেলান কোমান। তিন মিডফিল্ডারের সঙ্গে তাই বাধ্য হয়েই দুই জন ফরোয়ার্ডকে খেলাতে হয়। যেখানে মেসির সঙ্গে রাখা হয় দেম্বেলেকে। পরে ৮২তম মিনিটে অবশ্য দেম্বেলেকে উঠিয়ে নেন বার্সা কোচ। কিন্তু মাঠে নামেন ব্র্যাথওয়েট। আর এ কারণেই সন্দেহ দানা বাঁধে।
Comments