প্রগতিশীল ছাত্রজোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাবন্দি কার্টুনিস্ট কিশোরের মুক্তি, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার ও প্রতিবাদকারী সাত শিক্ষার্থীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাওয়া প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছেন বামজোটের নেতা-কর্মীরা। ছবি: মুনতাকিম সাদ/ স্টার

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাবন্দি কার্টুনিস্ট কিশোরের মুক্তি, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার ও প্রতিবাদকারী সাত শিক্ষার্থীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাওয়া প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

আজ সোমবার এ মিছিল নিয়ে গেলে পুলিশ বাধা দেয়।

Police.jpg
বামজোটের নেতা-কর্মীদের বাধা দিয়েছে পুলিশ। ছবি: মুনতাকিম সাদ/ স্টার

বাম ছাত্রজোটের মিছিল। ছবি: মুনতাকিম সাদ/ স্টার

বাম ছাত্রজোটের মিছিলে পুলিশের বাধা। ছবি: মুনতাকিম সাদ/ স্টার

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানিয়েছেন, আজ বেলা ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির মিছিল শুরু করে প্রগতিশীল ছাত্রজোট। প্রায় দুই শ শিক্ষার্থী নিয়ে মিছিলটি শহীদ মিনার হয়ে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করে। সচিবালয়ের কাছে গেলে তারা পুলিশের তিন স্তরের বাধার মুখে পড়ে। বর্তমানে তারা সচিবালয়ের কাছেই অবস্থান করছেন।

Comments