দিদারুল ও মিনহাজকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ
ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও আরও ১০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জামিনে থাকা দুই আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
তারা হলেন রাষ্ট্রচিন্তার কর্মী দিদারুল ভূঁইয়া ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান।
গতকাল রোববার সিটিটিসি’র উপপরিদর্শক ও মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা মো. আফছার আহমেদ তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক আসামির উপস্থিতিতে এই আবেদনের শুনানির জন্য ১০ মার্চ দিন ধার্য করেছেন।
এর আগে, গতকাল একই মামলায় কিশোর ও লেখক মুশতাককে (গত বৃহস্পতিবার যিনি কারাগারে মারা গেছেন) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়ার পুলিশের আবেদন নামঞ্জুর করে দেন আদালত।
Comments