'ফর্মেশনের পরিবর্তনে রিয়ালের ছন্দপতন'
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আগের দিন ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে অ্যাতলেতিকো মাদ্রিদকে চাপে রাখার সুযোগ হাতছাড়া করেছে দলটি। হাতছাড়া করেছে বার্সেলোনাকে পেছনে রাখার সুযোগও। তবে ম্যাচে বেশ দাপুটে ফুটবলই খেলেছিল তারা। কিন্তু তারপরও হারতে হারতে কোনো মতে ড্রয়ের সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে দলটি। আর এমনটা ফর্মেশনের পরিবর্তনের কারণে হয়েছে বলে জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে সোমবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই পোর্তুর গোলে পিছিয়ে পড়ে রিয়াল। পরে ম্যাচের শেষ দিকে সমতাসূচক গোলটি করে রিয়ালের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভিনিসিয়ুস জুনিয়র। তবে প্রথমার্ধেই একাধিক গোলে এগিয়ে যেতে পারতো রিয়াল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা হয়ে ওঠেনি। ২০টি শট নিয়ে মাত্র একটি গোল পায় দল।
ঘরের মাঠে মূল্যবান দুটি পয়েন্ট হারানোয় বেশ বিরক্ত জিদান। সংবাদ সম্মেলনে নিজের দোষ মেনে নেন তিনি। ফর্মেশনের পরিবর্তনে নিজেদের স্বাভাবিক খেলা ক্ষতিগ্রস্ত হয়েছে কি-না জানতে চাইলে বলেন, 'যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন এবং এটা তিন বার, তাহলে আমি বলব, হ্যাঁ, হয়তো। হয়তো আমি ঠিক ছিলাম না। আমি এটা পরিবর্তন করেছি কারণ আমি আমাদের চাপ দিয়ে খুশি ছিলাম না। ১০-১৫ মিনিট ছিল এবং আমরা আবার এটা পরিবর্তন করেছি। আমরা ৪-৩-৩ ফর্মেশনে ভালো খেলছিলাম। আমাদের বদলী খেলোয়াড়রা আসার পরে ভালো করেছে।'
'আমরা খুব ভালো খেলছিলাম। প্রথমার্ধে আমরা পরিষ্কার চার পাঁচটি সুযোগ তৈরি করেছি। আমরা এটাই ধরে রাখতে চেয়েছিলাম। কিন্তু সোসিয়েদাদ খুব ভালো দল। আমি জানি না শেষ ছয় ম্যাচে এটা আমাদের সেরা ম্যাচ কি-না, তবে আমরা দুটি পয়েন্ট হারিয়েছি। আমাদের এগিয়ে যেতে হবে কারণ আমরা এই ম্যাচে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করেছি।' - যোগ করেন জিদান।
শুধু প্রথমার্ধেই নয়, দ্বিতীয়ার্ধেও মাঝ মাঠ রিয়ালের নিয়ন্ত্রণেই ছিল। কেবল গোলই পায়নি তারা। এমন ফলাফল নিজেদের প্রাপ্য ছিল না বলেই মনে করেন জিদান, 'খেলার গতি পরিবর্তন করার জন্য কাজগুলো ঠিকঠাকভাবেই করেছি। দ্বিতীয়ার্ধও খুব ভালভাবে শেষ করেছি। তোমাকে শান্ত হতে হবে। এমন খেলা আছে যা আপনি জিতেন কিন্তু আপনি তার প্রাপ্য নন। আজ আমরা একটি ভালো ম্যাচ খেললাম। কিন্তু জয় পায়নি। আজ তাদের জয় প্রাপ্য ছিল না। আপনার ধৈর্য ধরতে হবে, প্রশান্তিতে থাকতে হবে এবং বিশ্রাম নিতে হবে।'
পয়েন্ট হারালেও এখনও শিরোপা জয় সম্ভব বলেই মনে করেন রিয়াল কোচ, 'আমাদের আরও অনেক বেশি প্রাপ্য ছিল, বিশেষত প্রথমার্ধে। আমরা খেলায় আধিপত্য বিস্তার করেছি এবং তারা একটি সুযোগ পেয়েছিল এবং সেখান থেকে গোল দিল। আমরা ভালো খেলেছি। শেষ ছয় ম্যাচে পাঁচটি জয় এবং একটি ড্র আছে, এখনও কিছু বাকি আছে। সব দল পয়েন্ট হারাচ্ছে, আপনাকে লেগে থাকার চেষ্টা করতে হবে কারণ অনেক কিছুই বাকি আছে। একটা ড্রয়ে সবকিছু শেষ হয়ে যায়নি।'
Comments