সুনামগঞ্জে নির্মাণাধীন সেতু ধ্বস: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ধ্বসে যাওয়া নির্মাণাধীন কুন্দানালা সেতুর গার্ডার। ছবি: প্রথম আলোর সৌজন্যে

সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণাধীন কুন্দানালা সেতুর গার্ডার ধ্বসে পড়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এই তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে সেতু ধ্বসে পড়ার কারণ এবং দায়ীদের নামের তালিকাসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেনকে। তিনি ছাড়াও কমিটিতে আছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ডিজাইন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. সামীমুজ্জামান এবং সিনিয়র সহকারী প্রধান (প্রকল্প সমন্বয়) মো. মাহবুব-এ-এলাহী।

গত ২৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নির্মাণাধীন কুন্দানালা সেতুর পাঁচটি গার্ডার ধ্বসে পড়ে। সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

Comments

The Daily Star  | English

Sheikh clan’s lust for duty-free cars

With an almost decimated opposition and farcical elections, a party nomination from the ruling Awami League was as good as a seat in the parliament.

7h ago