জীবনের শেষবিন্দু রক্ত দিয়ে হলেও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে আমি আছি: ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বৃদ্ধ বয়সে প্রস্তুত আছি। জীবনের শেষবিন্দু রক্ত দিয়ে হলেও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে আমি আছি। সকলে প্রস্তুতি নিন।
ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: স্টার ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বৃদ্ধ বয়সে প্রস্তুত আছি। জীবনের শেষবিন্দু রক্ত দিয়ে হলেও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে আমি আছি। সকলে প্রস্তুতি নিন।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা উন্নয়নের কথা বলেন। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই যদি এক ছাত্রলীগ নেতার কর্মকাণ্ড হয়, তাহলে দলের রাঘব বোয়ালদের কী অবস্থা?’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র হারিয়ে যাওয়ার নয়। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। এই সমাবেশ আন্দোলনের প্রস্তুতির অংশ।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের সমাবেশ করতে বাঁধা দেওয়া হচ্ছে। পুলিশ কেন আমাদের বাঁধা দিচ্ছে আমরা জানি। নির্বাচনে পুলিশের অনেকে তাদের দায়িত্ব পালন করে উপার্জন করেছেন।’

পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আপনারা আমাদের ছবি তুলে নিচ্ছেন। আমরাও আপনাদের মনে রাখছি।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ইশরাক হোসেন প্রমুখ।

সমাবেশের সভাপতি ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের বক্তব্যের মধ্যে দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমাবেশ শেষ হয়। এর আগে দুপুর ৩টার দিকে রাজশাহীতে পদ্মার পাড়ে নাইস কনভেনশন সেন্টারের সামনে সমাবেশ শুরু হয়।

আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির সমাবেশ চলছে

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

52m ago