সাতছড়ি জাতীয় উদ্যান থেকে রকেট লঞ্চারের ১৮ গোলা উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে রাতভর অভিযান চালিয়ে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, এ বিষয়ে মামলা দায়ের করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখনো উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে সনাক্ত করা যায়নি।
আজ বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী বলেন, ‘রকেট লঞ্চারের গোলাগুলো অনেক পুরনো। বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে বনের ভেতর মাটি খুঁড়ে এগুলো রাখা হয়েছিল। গোলাগুলো প্লাস্টিকের কাভারের ভেতর পলিথিনে মোড়ানো ছিল।’
তিনি আরও বলেন, ‘বিজিবি আগেই জানতে পেরেছিল যে, সন্ত্রাসীরা এগুলো এখানে এনে রেখেছে। এরপরই সেখানে অভিযান চালানো হয়।’
আরও পড়ুন:
Comments