বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে মেধা’র আয়োজন

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে আগামী ২৬ শে মার্চ। সেই উপলক্ষে একটি উদ্যোগ নিয়েছে ‘মেধা, আমিও পারি’। বাংলাদেশের পতাকা ও দেশ প্রেমিক কবি শামসুর রহমানের কবিতা দিয়ে টি-শার্ট তৈরি করেছে মেধা। টি-শার্ট বিক্রির অর্থের একটি অংশ দেওয়া হবে মুক্তিযোদ্ধা পরিবারকে।
ফ্যাশন ডিজাইনার ও মেধা’র ফাউন্ডার এমদাদ হক বলেন, ৩০ লাখ মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছে বাংলাদেশ। সার্বভৌমত্ব অর্জনের গর্ব আমাদের সবার। বর্তমানে বিশ্বজুড়ে বাংলাদেশের স্বাধীনতার এই সুফল ভোগ করছে বাংলাদেশিরা। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করবে প্রত্যেকে নিজের মতো করে। স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা, এর চেয়ে বড় সম্পদ আর কী হতে পারে। ডিজিটাল যুগের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ক্রমশ আরও দ্রুত। ২০৪০ সালে বাংলাদেশ হবে স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম থাকবে সর্ব উপরে। জাতিসংঘের ঘোষণা অনুসারে বাংলাদেশের বড় অর্জন হলো স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিতকরণ।
তিনি বলেন, বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘মেধা, আমিও পারি’ নিয়েছে একটি উদ্যোগ। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের পতাকা ও দেশ প্রেমিক কবি শামসুর রহমানের কবিতা দিয়ে টি-শার্ট তৈরি করেছে মেধা। প্রতিটি টি-শার্টের মূল্য আড়াই শ টাকা। ডিজিটাল প্ল্যাটফর্মে (ফেসবুক পেজ: @IamEmdadHoque ও @emdadmedha) টি-শার্ট বিক্রি করা হচ্ছে। মেধা’র ইউটিউব চ্যানেল— MEDHA। আর সরাসরি যোগাযোগ করা যাবে 01833375111 নম্বরে।
এমদাদ হক বলেন, টি-শার্ট বিক্রির অর্থের একটি অংশ দেওয়া হবে মুক্তিযোদ্ধা পরিবারকে। এটাই মেধা’র স্বাধীনতার গর্ব অনুভবের একটি সামান্য প্রয়াস।
Comments