আফগানিস্তানকে গুঁড়িয়ে দুই দিনেই টেস্ট জিতল জিম্বাবুয়ে

ছবি: আইসিসি

নিজেদের অভিষেক টেস্টে ভারতের কাছে মাত্র দুই দিনে হেরেছিল আফগানিস্তান। পঞ্চম ম্যাচে এসে আবারও দুই দিনে টেস্ট হারল নবীন এই টেস্ট দল। এবার জিম্বাবুয়ের পেসারদের তোপে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা। ব্লেসিং মুজারাব্বানি, ভিক্টর‍ নিয়াউচিদের পেস আর শন উইলিয়ামসের সেঞ্চুরিতে একদমই পাত্তা পায়নি আফগানরা।

আবুধাবিতে মঙ্গলবার শুরু হওয়া টেস্ট শেষ হয়ে যায় বুধবারেই। তাতে আফগানদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে আফগানদের ১৩১ রানের জবাবে অধিনায়ক উইলিয়ামসের সেঞ্চুরিতে ২৫০ রান করেছিল জিম্বাবুয়ে। ১১৯ রানের এই বড় লিডই গড়ে দেয় ম্যাচের গতিপথ। দ্বিতীয় ইনিংসে ইব্রাহিম জাদরানের দারুণ লড়াই সত্ত্বেও আফগানরা করতে পারে মাত্র ১৩৫ রান।

১৭ রানের জয়ের লক্ষ্য পেরুতে কেবল ২০ বল খেলতে হয়েছে জিম্বাবুয়ের দুই ওপেনারকে। দলের এই দাপুটে জয়ে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট করে নিয়েছেন দুই পেসার মুজারাব্বানি ও নিয়াউচি। আরেক পেসার ডোনাল্ড টিরিপানো পেয়েছেন ৪ উইকেট।

আগের দিনের ৫ উইকেটে ১৩৩ রান নিয়ে নামা জিম্বাবুয়ের ইনিংস টেনেছেন উইলিয়ামস আর কিপার-ব্যাটসম্যান রেজিস চাকাবা। সপ্তম উইকেটে দুজনে আনেন ৭৫ রানের জুটি। ৪৪ রান করে ফেরেন চাকাবা। উইলিয়ামস ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। নিজের সেঞ্চুরির সঙ্গে দলকে নিয়ে যান আড়াইশর ঘরে।

বড় রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আরও বিপর্যয় দেখা যায় আফগানদের। দ্বিতীয় ওভারেই আব্দুল মালিককে ছাঁটেন নিয়াউচি। পঞ্চম ওভারে মুনির আহমেদকে তুলে নেন মুজারাব্বানি। খানিক পর রহমত শাহ, হাসমতুল্লাহ জাজাই কাবু হন নিয়াউচির পেসে। আফসার জাজাই কাটা পড়েন উইলিয়ামসের বাঁহাতি স্পিনে। মাত্র ২১ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে স্বাগতিক হিসেবে আবুধাবিতে খেলা আফগানরা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন অধিনায়ক আসগর আফগান। দুই অঙ্কে যাওয়ার পরই মুজারাব্বানির ভেতরে ঢোকা বলে স্টাম্প উড়ে যায় তার। ৫০ স্পর্শ করার আগে ৬ উইকেট হারিয়ে ফেলায় একশর আগেই গুটিয়ে ইনিংস হারের শঙ্কা জেগেছিল।

সেই চূড়ান্ত বাজে অবস্থা থেকে দলকে পরে টেনে নেন ওপেনার ইব্রাহিম। পরে পালটা আক্রমণে হাত খুলে মারতে থাকেন। অষ্টম উইকেটে আমির হামজাকে নিয়ে যোগ করেন ৪৮ রান। তবে তাতে ম্যাচের আয়ু কিছুটা বেড়েছে। ১৪৫ বলে ৭৬ করা ইব্রাহিমসহ শেষ ৩ উইকেট তুলে ইনিংস মুড়ে দেন টিরিপানো। আফগানদের দ্বিতীয় ইনিংসে মাত্র তিনজন ব্যাটসম্যান যেতে পেরেছেন দুই অঙ্কে।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago