মুশতাকের মৃত্যুতে গাফিলতি পায়নি কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি
কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের কোন গাফিলতি পায়নি কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি৷
আজ বুধবার রাতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।
মুশতাকের মৃত্যুতে কারা কর্তৃপক্ষের তদন্তে কোনও গাফিলতি পাওয়া যায়নি উল্লেখ করে মোমিনুর রহমান বলেন, ‘আমরা আজ তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিয়েছি। এ ছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও একটা তদন্ত কমিটি আছে। তাদের প্রতিবেদনেও যদি কোনও গাফিলতি পাওয়া, আমরা সেটা দেখে ব্যবস্থা নেব।’
ডিজিটাল নিরপত্তা আইনে গ্রেপ্তারকৃত লেখক মুশতাকের গত ২৫ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগারে মৃত্যুর ঘটনায়, পরদিন একজন ডিআইজি প্রিজনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল কারা কর্তৃপক্ষ।
Comments