১২ বছর আগের হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ এলাকায় আলেক মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অপরাধে আট জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ড আসামিরা হলেন— আলাল উদ্দিন, মো. জয়নাল আবেদীন, আ. রাজ্জাক, আ. সাত্তার, আ. জব্বার, মো. আওয়াল, মো. সমর আলী ও তমিজ উদ্দিন। এদের মধ্যে আ. রাজ্জাক হত্যাকাণ্ডের পর থেকে পলাতক।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ দায়রা ও জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া, এই মামলার চার আসামিকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এরা হলেন— সোহেল রানা, মো. সোহরাব মিয়া, মো. বাবুল মিয়া ও মো. ফিরোজকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আ. বারেক, মো. মোস্তফা ও মো. ওমর আলীকে আদালত মুক্তি দিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৮ সালের ২৫ জুন সকাল ১১টার দিকে তুরাগ থানাধীন নলভোগ গ্রামের বাসিন্দা আলেক মিয়াকে বাড়িতে ঢুকে আসামিরা হত্যা করেন। এ ঘটনায় আলেক মিয়ার ছোট ভাই হাজী মো. রমজান আলী বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেছিলেন। ওই বছরের ২৫ নভেম্বর মামলাটির তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
Comments