দুই দেশের সংযোগ উন্নয়নেই গুরুত্ব ভারতের: জয়শঙ্কর

বৈঠক শেষে কথা বলছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের মধ্যকার সংযোগ উন্নয়নেই ভারত গুরুত্ব দিচ্ছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি বলেন, ‘দুই দেশের মধ্যকার সংযোগ এই অঞ্চলের চেহারা পালটে দিতে পারে। সংযোগই হলো উৎপাদনশীলতা।’

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এস জয়শঙ্কর।

আগামী ২৬ ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি হিসেবে আজ একদিনের ঢাকা সফরে এসেছেন এস জয়শঙ্কর।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, পানি বণ্টন, বাণিজ্য সংযোগ, বিদ্যুৎ ও করোনা-পরবর্তী পরিস্থিতি উন্নয়নে সমঝোতাসহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছেন।

সীমান্ত হত্যা বিষয়ে জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘এসব হত্যার পেছনের কারণ বুঝতে হবে।’

অনেক হত্যাই ভারতের অভ্যন্তরে হয়ে থাকে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যেকটি মৃত্যুই অনুশোচনীয়।’

‘এখানে কোনো ধরনের অপরাধ বা মৃত্যু থাকা উচিত নয়’, যোগ করেন তিনি।

আরও পড়ুন:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

Comments

The Daily Star  | English

Iran Guards say hit Israel's spy agency in Tel Aviv

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

7h ago