নির্মাণাধীন পায়রা সেতু থেকে পড়ে শ্রমিক নিহত

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী এলাকায় নির্মাণাধীন পায়রা সেতুতে কাজ করার সময় এক শ্রমিক নিহত হয়েছেন।
নির্মাণাধীন পায়রা সেতু। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী এলাকায় নির্মাণাধীন পায়রা সেতুতে কাজ করার সময় এক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত শ্রমিক মোস্তাফিজুর রহমান স্বপনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পায়রা সেতুর প্রকল্প পরিচালক আব্দুল হালিম বলেন, ‘আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সেতুর ওপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শ্রমিক মোস্তাফিজ। তাৎক্ষনিক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাকেরগঞ্জ এলাকায় তিনি মারা যান।’

তিনি জানান, মৃত মোস্তাফিজ সার্ভেয়ার সহকারী হিসেবে সেতু প্রকল্পে কর্মরত ছিলেন। সেতুর ওপরে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে এবং সেফটি বেল্ট ছিঁড়ে তিনি নিচে পড়ে যান।

আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে যোগ করেন প্রকল্প পরিচালক।

এক দশমিক ৪৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের এই সেতুটির নির্মাণ কাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ২০১৬ সালের ২৪ জুলাই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ মার্চ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে চীনের একটি প্রতিষ্ঠান ৩১টি পিলার ও ৩২টি স্প্যানের ওপর সেতুটি নির্মাণ করছে।

বাংলাদেশ সরকার ও কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট যৌথভাবে এই সেতুতে অর্থায়ন করছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

4h ago