যৌতুকের মামলায় বরখাস্ত পুলিশ কনস্টেবলের ২ বছরের কারাদণ্ড
পাবনায় যৌতুকের মামলায় বরখাস্ত পুলিশ কনস্টেবল সোহেল রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিন এ রায় দেন।
অভিযোগকারীর আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মামলার আসামি পুলিশ কনস্টেবল তার স্ত্রী জালেকা খাতুনের কাছে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। তার পরিবার যৌতুকের টাকা দিতে ব্যর্থ হলে ২০১৭ সালে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন সোহেল রানা। পরে, জালেকা বাদী হয়ে ২০১৭ সালে সাঁথিয়া থানায় একটি মামলা করেন।
উল্লেখ্য, বরখাস্ত পুলিশ কনস্টেবল সোহেল রানা বগুড়া হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।
Comments