সাতক্ষীরায় প্রাইভেটকার নদীতে, নিহত ২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম হোসেন নামে একজন মারা গেছেন। গতকাল সন্ধ্যায় হাসপাতালে আনার আগেই আরাফাত মোল্লা নামে একজন মারা গিয়েছিলেন।’
শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতউল গণি বলেন, ‘গতকাল বিকেলে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের বাসিন্দা আরাফাত মোল্লা ও তার ভগ্নিপতি ইব্রাহিম হোসেনসহ কয়েকজন প্রাইভেটকারে বেড়াতে যান। শওকতনগর এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আরাফাত মোল্লার মৃত্যু হয়। তিনি গাড়ি চালাচ্ছিলেন।’
ডা. আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘ইমাম হাসান নামে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাইফুল্লাহ ও রবিউল ইসলামকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
Comments