পান্তের সেঞ্চুরিতে বড় লিডের পথে ভারত

১৪৬ রানে যখন ভারতের ছয় টপ অর্ডার ব্যাটসম্যান সাজঘরে তখন দুইশ রানের কোটা স্পর্শ করাই কঠিন ছিল ভারতের। কিন্তু এরপর এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই শুরু করলেন রিশাভ পান্ত। সঙ্গী হিসেবে পেলেন ওয়াশিংটন সুন্দরকে। অসাধারণ এক সেঞ্চুরি তুলে নেন পান্ত। হাফসেঞ্চুরি তুলে তিন অঙ্কের দিকে হাঁটছেন সুন্দরও। তাতে বড় লিডের পথেই রয়েছে স্বাগতিক ভারত।
ছবি: টুইটার

১৪৬ রানে যখন ভারতের ছয় টপ অর্ডার ব্যাটসম্যান সাজঘরে তখন দুইশ রানের কোটা স্পর্শ করাই কঠিন ছিল ভারতের। কিন্তু এরপর এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই শুরু করলেন রিশাভ পান্ত। সঙ্গী হিসেবে পেলেন ওয়াশিংটন সুন্দরকে। অসাধারণ এক সেঞ্চুরি তুলে নেন পান্ত। হাফসেঞ্চুরি তুলে তিন অঙ্কের দিকে হাঁটছেন সুন্দরও। তাতে বড় লিডের পথেই রয়েছে স্বাগতিক ভারত।

আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করেছে ভারত। এরমধ্যেই লিড ৮৯ রানের।

আগের দিনের ১ উইকেটে ২৪ রান নিয়ে ব্যাট করতে নামা ভারত এদিন স্কোরবোর্ডে আর ১৬ রান যোগ করতেই চেতশ্বর পুজারাকে হারায়। জ্যাক লিচের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তিনি। ১ রান যোগ করতে অধিনায়ক বিরাট কোহলিকে উইকেটরক্ষক তালুবন্দি করেন বেন স্টোকস। ৪১ রানের তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

সে চাপ সামলে নেওয়ার চেষ্টাটা আজিঙ্কা রাহানেকে নিয়ে করেছিলেন ওপেনার রোহিত শর্মা। ৩৯ রানের ছোট জুটি গড়েছিলেন। তবে রাহানে খুব বেশি এগোতে দেননি জেমি অ্যান্ডারসন। তার বলে স্কুপ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহানে।

এরপর রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে দলের হাল ধরেন রোহিত। ৪১ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে স্টোকসের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়লে শেষ হয় তার প্রতিরোধ। আর অশ্বিনকে পোপের ক্যাচে পরিণত করেন লিচ। ফলে দলীয় ১৪৬ রানেই ছয় উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত।

কিন্তু এরপর অসাধারণ এক জুটি গড়েন সুন্দর ও পান্ত। সপ্তম উইকেটে ১১৩ রান যোগ করে আউট হন পান্ত। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১১৮ বলে করেন ১০১ রান। এ রান করতে ১৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। প্রথম পঞ্চাশ করতে অবশ্য খেলেছিলেন ৮২টি বল। কিন্তু পরের পঞ্চাশ করতে বল খেলেন মাত্র ৩৩টি।

দারুণ ইনিংস খেলেন সুন্দরও। ১১৭ বলে ৬০ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ৮ চারের সাহায্যে নিজের ইনিংসটি সাজান এ স্পিন অলরাউন্ডার। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন অক্ষর প্যাটেল। ১১ রানে অপরাজিত আছেন তিনি। অষ্টম উইকেটে এ দুই ব্যাটসম্যান এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়েছেন।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৫

ভারত প্রথম ইনিংস: (আগের দিন ২৪/১) ৯৪ ওভারে ২৯৪/৭ (গিল ০, রোহিত ৪৯, পুজারা ১৭, কোহলি ০, রাহানে ২৭, পান্ত ১০১, অশ্বিন ১৩, সুন্দর ৬০*, অক্ষর ১১*; অ্যান্ডারসন ৩/৪০, স্টোকস ২/৭৩, লিচ ২/৬৬, বেস ০/৫৬, রুট ০/৪৬)।

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

1h ago