স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

মুশতাক, মুজাক্কির হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি

কারাগারে লেখক মুশতাক আহমেদ ও নেয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
BNP.jpg
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ। ছবি: প্রবীর দাশ/স্টার

কারাগারে লেখক মুশতাক আহমেদ ও নেয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে বেলা ১২টার দিকে শেষ হয়।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা লেখক মুশতাক ও সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ ছাড়া, তারা অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশকে ঘিরে প্রেসক্লাবের আশপাশের বিভিন্ন পয়েন্টে পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। তবে এসময় বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

2h ago