ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ শিশুসহ নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও সরাইল উপজেলায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ চার জন নিহত হয়েছে।
আজ শনিবার সকালে নবীনগর উপজেলার বড়িকান্দি, কাইতলা উত্তর ও নাটঘর ইউনিয়নের পৃথক তিন সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন সিকদার ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন দুর্ঘটনায় চার জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের ওয়ালীউল্লাহ মিয়ার ছেলে ইয়ামিন (৮) অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হলে তাকে স্থানীয় সলিমগঞ্জ অলিউর রহমান হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকাল সাড়ে ১১টার দিকে কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের শাহআলম মিয়ার ছেলে আদিব (৯) বাড়ি থেকে বের হয়ে পাশের নবীনগর-শিবপুর-রাধিকা সড়কে যাওয়ার পর একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। একই উপজেলার নাটঘর ইউনিয়নে নবীনগর-রসুলপুর সড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় পরশ মনি নামের চার বছরের শিশু নিহত হয়। নিহত পরশ মনি রসুলপুর গ্রামের আল-আমিন মিয়ার মেয়ে।
দুপুর ১টায় সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামে বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক ইমরানকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মারা যায়। ট্রলি চালক ইমরান নিজ-সরাইল গ্রামের শাহজাহান মিয়ার ছেলে
Comments