বড় ভাইকে হত্যা করে মাটিচাপা, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মরদেহ উদ্ধার
নরসিংদীর মাধবদী উপজেলায় নিখোঁজের সাত দিন পর এক যুবকের মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্থানীয়রা ফোন করার পর আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মাধবদীর দাইরেরপাড় গ্রাম থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, উদ্ধার হওয়া মরদেহটি সোহাগ (২২) নামের এক যুবকের। সোহাগ মাধবদীর দাইরেরপাড় গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে।
পারিবারিক কলহের জেরে ছোট ভাই জহিরুল ক্রিকেট ব্যাট দিয়ে সোহাগের মাথায় আঘাত করে তাকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেন বলে জানান ওসি।
ওসি আরও জানান, গত মঙ্গলবার রাতে সোহাগ নেশাজাতীয় দ্রব্য সেবন করে তার মাকে গালমন্দ ও মারধর করেন। এতে তার বাবা বাধা দেওয়ার চেষ্টা করলে বাবাকেও মারধর করেন তিনি। পরে সোহাগ তার ছোট ভাই জহিরুলের স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় জহিরুল ক্রিকেট ব্যাট দিয়ে সোহাগের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সোহাগের মরদেহ বাড়ির পাশের পুকুরপাড়ে মাটিচাপা দেওয়া হয়।
গত কয়েকদিন ধরে সোহাগকে বাড়িতে ও গ্রামে দেখতে না পেয়ে সন্দেহ হওয়ায় স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি পুলিশকে জানান। পরে মাধবদী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং সোহাগের দুই ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করে। আটকের পর দুই গৃহবধূ পুকুরপাড়ে সোহাগের মরদেহ মাটিচাপা দেওয়ার তথ্যটি পুলিশকে জানায়। পরে পুলিশ মঙ্গলবার দুপুরে এক্সাভেটর মেশিন দিয়ে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে।
সোহাগের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
Comments