নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। ছবি: স্টার ফাইল ফটো

নারায়ণগঞ্জ শহরের একটি ফ্ল্যাট বাসায় বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধের মধ্যে মিশাল নামের একজন মারা গেছেন।

আজ বুধবার ভোররাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিশালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা গেছের মিশাল। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ১২টার দিকে শহরের মাসদাইর এলাকার কাশেম নগরের একটি ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ হন মিশাল (২৬), তার স্ত্রী মিতা বেগম (২৩), দেড় বছরের ছেলে মিনহাজ, মেয়ে আফসানা (৫), আত্মীয় মাহফুজ (১৩) ও সাব্বির (১৫)। তাদের মধ্যে মিশাল আজ মারা গেলেন।

ডা. পার্থ শংকর পাল বলেন, ‘এ ঘটনায় মিতার ১৪, আফসানার ১০, মিনহাজের ৫০, মাহফুজুল ইসলামের ৮০ ও সাব্বিরের শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে মিনহাজ, মাহফুজুল ও সাব্বির আইসিইউতে আছেন। বাকি দুজন এইচডিইউতে আছেন।’

জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago