চাটখিল ও সোনাইমুড়ীতে শিক্ষা সামগ্রী পেল ৭ হাজার শিক্ষার্থী
মুজিব বর্ষ উপলক্ষে রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে চাটখিলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নিজ নিজ গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য ও মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা করলে দেশ ও জাতি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।
অনুষ্ঠানের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধু তার জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের মাটি ও মানুষের কল্যাণে। তাই জন্ম শতবর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশন চাটখিল ও সোনাইমুড়ীতে সাত হাজার গরিব অথচ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) নোমান হোসেন প্রিন্স, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোওয়ারী, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মোসা, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল প্রমুখ।
Comments