বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের ভবনে বিস্ফোরণ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন হোটেল ভিক্টোরির ১৬ তলা ভবনের পাঁচ তলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে এ বিস্ফোরণ হয়। এতে ওই কক্ষের জানালার কাঁচ ও দেয়াল ভেঙে পড়ে তিন পথচারী আহত হয়েছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যায় হোটেল ভিক্টোরির পাঁচ তলায় একটি কক্ষে বিস্ফোরণ হয়। ওই কক্ষ দুই জনের নামে বরাদ্দ থাকলেও, তারা বিস্ফোরণের আগে কক্ষে তালা দিয়ে বাইরে অবস্থান করছিলেন।
বিস্ফোরণের কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি, বলেন ওসি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মো. জুয়েল জানান, পল্টনের হোটেল রুমে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। সেখানে গিয়ে তারা কোন আগুন দেখতে না পেলেও, বিস্ফোরণের আলামত পেয়েছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এ ঘটনায় আহত তিন পথচারীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে বলে জানান তিনি।
Comments